বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এডিপি’র আওতায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বার্ষিক উন্নয়ণ কর্মসূচির (এডিপি) আওতায় নারীর আত্ম-সামাজিক উন্নয়ন ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরন করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেষে ২৪ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি ও উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহমেদ।