বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: র্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজত জয়ন্তী পালন করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ। পরে এক বর্ণাঢ্য রালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ডেপুটি কমিশনার অব কাস্টমস পায়েল পাশার সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত ১৯৯৮ এসএসসি ব্যাচের রজত জয়ন্তী পালনে দেশের বিভিন্ন প্রান্তে নানান পেশায় কর্মরত এবং প্রবাসে বসবাসরত অনেক বন্ধু ও বান্ধবী ছুটে এসেছিলেন। অনুষ্ঠানে স্কুল জীবনের স্মৃতিচারণ করে খোশগল্পে মেতে উঠেন সকল বন্ধু।
প্রয়াত বন্ধুদেরও স্মরণ করা হয় আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধার সাথে। দিনভর অনুষ্ঠানে বন্ধু-বান্ধবী ও তাদের সন্তানদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলা, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের সুরের মুর্চনায় আর আতসবাজির মধ্য দিয়ে বর্ণিল আয়োজনের সমাপ্তি হয়। পরিশেষে শতাধিক শ্রমজীবীদের টি শার্ট বিতরণ করা হয়।