রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার লক্ষিরহাট গ্রামে গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই সন্তানের জননী জেলেখা আক্তারের (৩৩) মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার(১৬ জুন) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষির হাট এলাকার মমতাজ মাস্টারের স্ত্রী জেলেখা আক্তার মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ৃমারা যাওয়ার বিষয়টি ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম গৃহবধূ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়দের মতে,ঘটনার দিন দুপুরে জেলেখা তার নিজ বাড়ি থেকে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের ছায়া নেমে এসেছে।