বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রকৌশলী চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে সফল নাঈম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২১, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ¯œাতক শেষ করে নাঈম হুদা বেসরকারি প্রতিষ্ঠান উত্তরা ইপিজেডে চাকরি শুরু করেন। চাকুরি করাকালে তিনি অনুধাবন করতে পারেন যে, চাকুরিতে যে পরিমাণ সময় আর শ্রম দিতে হচ্ছে, সে অনুযায়ী বেতন পাচ্ছেন না। সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করবেন। এ ভাবনা থেকেই নিজ বাড়িতে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কাজ শুরু করে তাকে আর পেছন ফিরে তাঁকাতে হয়নি।
নাঈম হুদা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষ করেন। তিনি চাকরি ছেড়ে ২০১৯ সালে শুরু করেন কেঁচো সার উৎপাদন। উৎপাদিত সার নিজের কৃষিকাজে ব্যবহার করার পর অতিরিক্ত সার বিক্রি করে প্রতিমাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন। শুধু তাই নয়, কেঁচো বিক্রি করেও মাসে অতিরিক্ত ৮-১০ হাজার টাকা আয় করেন। সব মিলিয়ে প্রতিমাসে নাঈমের কেঁচো সার ও কেঁচো বিক্রি করে ৩৫-৪০ হাজার টাকা আয় হচ্ছে।
নাঈম হুদা বলেন, চাকরিতে যে সময় ও শ্রম দিতে হয়, এর বিপরীতে বেতন খুব সামান্য। পরে ২০১৯ সালে চাকরি ছেড়ে বাড়ির কৃষিতে মনোযোগ দিই। বাড়িতে প্রথমে একে একে কমলা, মাল্টা ও মিশ্র ফলের বাগান করি। বাড়ির পুকুরে মাছ চাষ শুরু করি। বাগান করতে গিয়ে দেখি ফলবাগানে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের প্রয়োজন হচ্ছে। তখন কৃষি অফিসের পরামর্শক্রমে দুই শতক জমিতে কেঁচো সারের একটা প্রজেক্ট করি। নাঈম আরো বলেন, ‘কেঁচো খামারে ভালো মুনাফা আসায় আমি এই সার ও কেঁচো নিয়ে গবেষণা শুরু করি। তখন হাউস ও রিং থেকে ট্রেতে এই সার উৎপাদন শুরু করলাম। এখন পরীক্ষামূলকভাবে বস্তার মধ্যেও শুরু করেছি কেঁচো সার উৎপাদন। ফলও ভালো পাচ্ছি।’ তিনি এখন ৬ শতক জমিতে কেঁচো সারের খামার সম্প্রসারণ করেছেন। এই খামার থেকে প্রতিমাসে ৪-৫ টন কেঁচো সার উৎপাদিত হচ্ছে। প্রতি টন সার ১২ হাজার টাকায় বিক্রি করছেন। আর এ সার খুচরা প্রতিকেজি ১৬-১৮ টাকা দরে বিক্রি করছেন। তাঁকে দেখে অনেক বেকার যুবক কেঁচো সার উৎপাদনে আগ্রহ প্রকাশ করছেন। অনেক বেকার যুবক আমার নিকট থেকে কেঁচো নিয়ে বাড়িতে ক্ষুদ্র পরিসরে কেঁচো সার উৎপাদন করছেন।
বৈকন্ঠপুর গ্রামের কৃষক শাকিল ইসলাম বলেন, নাঈম আমাদের গ্রামের ছেলে। তার নিকট থেকে জৈব সার নিয়ে কলা বাগান, লালশাক ক্ষেতে দিয়েছিলাম। কলা ও লালশাকের ফলন ভালো হয়েছে। এ জৈব সার ব্যবহার করায় রাসায়নিক সারে যে খরচ হত তার থেকে খরচ অনেক কম হয়েছে।
তেঁতুলিয়া গ্রামের কৃষক হযরত আলী বলেন, ‘নাঈমের সবজি ক্ষেতে জৈব সার ব্যবহারের কারণে তাঁর সবজির ফলন ভালো হয়েছে। পাশাপাশি খরচও কম হয়েছে। তাঁর কাছ থেকে সার কিনে আমার সবজি ক্ষেতে দিয়েছি। সবজি ক্ষেতের অবস্থা এখন ভালো।’
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় এনএটিপি প্রকল্পের আওতায় বেশ কয়েকটি ভার্মি কম্পোস্ট প্রকল্প চালু করেছি। তবে নাঈম হুদা উদ্যোক্তা হিসেবে অত্যন্ত ভালো করছেন। তিনি ইতিমধ্যে সার ও কেঁচো বিক্রি করে নিজের ভালো অবস্থা তৈরি করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা

বুদ্ধিজীবীদের হত্যাকারী ঘাতকরা সার্বভৌমত্ব স্বাধীনতাকে হত্যার অপচেষ্টায় লিপ্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটােয়ারীতেপবিত্রঈদ-উলফিতরউপলক্ষেপ্রস্তুতিমুলকসভা

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার সমাপ্ত

পীরগঞ্জ সরকারি কলেজে মহান একুশে পালিত

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাণীশংকৈলে ভ্যান চালিয়ে পড়াশোনায় জিপিএ-৫ পেল রমজান

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঢোমঢমিয়া কালীর মেলায় ১৪৪ ধারা জারি

আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে প্রাণ গেল বিদ্যুৎ মিস্ত্রির