মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘রাজাবাবু’ আহত তাই গাড়ি চালাতে পারে না

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১১, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ

বিরামপুর প্রতিনিধি\ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার বাসিন্দা দিলীপ বাবু। রাস্তায় একটি অসুস্থ কুকুর ছানাকে পড়ে থাকতে দেখে বাড়িতে এনে সেবা- করতে থাকেন। সুস্থ হয়ে উঠলে এর নাম দেন ‘রাজাবাবু’।‘রাজাবাবু’ সুস্থ হওযার কিছুদিন পর তাকে নিজ ব্যবসার কাজে লাগান দিলীপ বাবু। দুই চাকাওযালা একটি গাড়ি তৈরি করে দেন। ওই গাড়িটিতে করে মুড়ির দোকানের মালামাল বহন করে নিয়ে যেতো কুকুরটি। এভাবে দ্রুত পরিচিত পেয়ে যায় ‘রাজাবাবু’।
সম্প্রতি মনিব দিলীপের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায এলে মোটরসাইকেলে ধাক্কা খায কুকুরটি। এতে রাজাবাবুর সামনের বাম পা ভেঙে যায। চার সপ্তাহ ধরে চিকিৎসা করানোর পর পা অনেকটা সেরে উঠেছে। তবে আগের মতো গাড়ি চালাতে পারে না ‘রাজাবাবু’।
রাজাবাবুর মনিব দিলীপ কুমারের বাড়ি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ কুশদহ ইউনিযনের পরিষদের উত্তর পাশে। স্ত্রী রেখা রানীকে নিয়ে ছোট জীর্ণ কুটিরে বসবাস করেন তিনি। দিলীপের দুই ছেলেমেয়ে থাকেন ঢাকায়। কাজ করেন পোশাকশ্রমিক হিসেবে।
দিলীপ কুমার বলেন, প্রায় দুই বছর আগে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার পাশ থেকে অসুস্থ অবস্থায় কুকুটি বাড়িতে নিয়ে এসেছিলাম। স্ত্রীকে দিয়ে বলেছিলাম, আজ থেকে এটিই তোমার সন্তান। সেই থেকে নিজের সন্তানের মতো করেই লালন-পালন শুরু করেন কুকুর ছানাটি। ধীরে ধীরে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে ‘রাজাবাবু’।
স্থানীয আফতাবগঞ্জ বাজার সপ্তাহে দুদিন খাবারের দোকান দেন দিলীপ ও তার স্ত্রী রেখা রানী। মূলত দোকানের আয দিয়েই তাদের সংসার চলে। আয়ের অংশ দিয়ে কুকুর রাজাবাবুর জন্য মাছ, মাংস কিনে আনেন।
দিলীপ কুমারের স্ত্রী রেখা রানী জাগো নিউজকে বলেন, প্রতিদিন নিজ হাতে কুকুরটি গোসল করানো থেকে শুরু করে খাবার খাওয়ানো সবই করি আমি। অসুস্থ হলে চিকিৎসক ডেকে এনে চিকিৎসা করাই। এমনকি আমাদের সঙ্গেই সে ঘুমায়।
দিলীপ কুমার বলেন, ‘রাজাবাবু আমাদের ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আমাদের না দেখলেই চিল্লাচিল্লি করে। এমনকি খাবারও খায় না। আমার স্ত্রী প্রতিদিন নিজ হাতে ওকে গোসল করায়, খাবার খাওয়ায। মূত্রত্যাগের সময় সে চিল্লাচিল্লি করে। তখন ওকে বাইরে নিয়ে যাই। সে বাইরেই মলমূত্র ত্যাগ করে। রাতে আমাদের বিছানার পাশেই ওকে বিছানা করে দেই।’
দিলীপ কুমারের প্রতিবেশী সবিতা রানী। তিনি জাগো নিউজকে বলেন, ‘রাজাবাবু অনেক ভালো। সে কাউকে কামড়ায় না। অপরিচিত লোক দেখলেই চিৎকার করে। পায়ের কাছে সে নাক দিয়ে ঘ্রাণ নেয়। তবে কিছু করে না।’
সুনীল রায় নামের আরেকজন বলেন, ‘দিলীপের রাজাবাবুর জন্য আমাদের এই এলাকা অনেক সুনাম কুড়িয়েছে। কয়েকদিন আগে রাতে গ্রামে চোর এসেছিল। রাজাবাবু বুঝতে পেরে চিৎকার শুরু করে। চোররা তার চিৎকার শুনে দৌড়ে পালিয়ে যায়।’
স্থানীয় আবুল হোসেন বলেন, ‘দিলীপ কুমার যখন দোকানে খাবার বিক্রি করেন তখন রাজাবাবু পাশেই শান্ত হয়ে বসে থাকে। দিলীপের পরিবার ওকে খুবই ভালোবাসে। কুকুর যে প্রভুভক্ত এটাই তার প্রমাণ।’
নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সম্প্রতি সডক দুর্ঘটনায কুকুরটির বাম পা ভেঙে গিয়েছিল। আমরা সার্বক্ষণিক খোঁজ নিয়েছি। আমাদের তত্ত্বাবধাযনে প্লাস্টার করা হয়েছে। কুকুরটি ধীরে ধীরে সেরে উঠছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আগুনে পুড়ল দিনমজুর কাইয়ুমের স্বপ্ন

রাণীশংকৈলে প্রথমবারের মতো ব্ল্যাক রাইস চাষ

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

বীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়রে প্রাননাশরে হুমকি প্রর্দশন করে জমি জবরদখল করে চাষাবাদ, থানায় অভযিোগ

রুহিয়া থানা সেচ্ছাসেবক লীগের২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় জেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা হবে

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

অসহায় মানুষদের পাশে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও সাধারণ শিক্ষার্থীরা