মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ সারাদেশের মত পঞ্চগড়েও জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন। বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমূখ। একই সাথে জেলা ও বিভিন্ন উপজেলায় র‌্যালী ও আলোচনার সভার মাধ্যমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
আটোয়ারী
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উপজেল্ াপ্রশাসনের আয়োজনে রবিবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বণার্ঢ়্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. সাফায়েত, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও মুসফিকুল আলম হালিম বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়- সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস। আইন-শৃঙ্খলা রক্ষা,, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ,, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকান্ড। এসব দায়িত্ব পালনের পিছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণার উৎস। প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এর সমান্তরালে ব্যবস্থাপনার বিষয়টিও অপরিহার্য্য। তিনি বলেন, আমি সেবামূখী ও জনমূখী সার্ভিস প্রত্যাশা করি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে সরকারি সেবা কিভাবে জনগণের দোড়গোড়ায় পৌছানো সম্ভব হয়েছে তার বিভিন্ন ডুকুমেন্টারী প্রজেক্টরে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চশমা বিতরণ করা হয় এবং উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগর উদ্যোগ ৩০ জন প্রান্তিক চাষীকে ১০ কেজি করে ভার্মি কম্পোস্ট ( কেঁচো সার) ও সাত প্রকার সবজী বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপি’র প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর শহরে পানি নিষ্কাশনে ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

দিনাজপুরের চিরিরবন্দরে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘন্টা পর আত্রাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

বিরলে শিক্ষার গুণগত মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা

বর্ষায় পানি বাড়ার সাথে খানসামায় বেড়েছে মাছ ধরার উপকরণ বিক্রি