মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে চিকিৎসকের অবহেলায় গরু’র মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৮, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগঁয়ের রাণীশংকৈল প্রাণী সম্পদ কার্যালয়ে চিকিৎসকের অবহেলায় ২ লাখ ৫০ হাজার টাকা মুল্যের একটি গরু’র মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার (৮ আগষ্ঠ) উপজেলার বাচোর ইউনিয়নের মাস্তানি টাউন এলাকার আকাশ আলীর গরু খামারে।
জানা গেছে, আকাশ আলী’র খামারে একটি গাভী’র প্রসবজনিত সমস্যা হলে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালে খবর দিলে চিকিৎসক করিমুল ইসলাম গরুটির সার্বিক বিষয়ে দেখেন। তিনি বলেন গরুটির বাচ্চা প্রসব করাতে হলে এটিকে সিজারিয়ান ডেলিভারী করাতে হবে। চিকিৎসকের সিদ্বান্তে গরু’র মালিক সিজার করার অনুমতি দিলে চিকিৎসক করিমুল ইসলাম আরো কয়েকজন চিকিৎসকের সহযোগিতায় সিজার করেন। তবে চিকিৎসক সিজারের জন্য গরুর পেট কাটলেও গরু’র বাচ্চা বের করার সময় জরায়ুর কিছু অংশ ছিড়ে ফেলে। গরুটি কিছুটা নাজেহাল হয়ে পড়ে। এ অবস্থায় দায়সারা ভাবে গরু’র বাচ্চাটি পেট থেকে বের করে সেলাই দেয়।

এ প্রসঙ্গে গরুর মালিক আকাশ ইসলাম বলেন, পশু হাসপাতালের চিকিৎসক করিমুল ইসলামের চিকিৎসার অবহেলায় আমার এত দামী গরুটি মৃত্যু হয়েছে। রাতে গরুটির সিজার করার পর গরুটির অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক করিমুল ইসলামকে খবর দিলেও তিনি আর এখানে আসেননি এবং কি গরুটির কোন খোঁজ খবর পর্যন্ত নেননি। ভুল চিকিৎসায় যেন এভাবে আর কোন গরু না মরে এ জন্য চিকিৎসক করিমুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।
এব্যাপারে চিকিৎসক করিমুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার (ভারপ্রাপ্ত) বলেন, গরুটি মারা গেছে সেটা সম্পর্কে আমি আজকে জেনেছি চিকিৎসক করিমুল ইসলাম আমাকে বলেছে। তবে চিকিৎসক ডিএলও স্যারের অনুমতি নিয়েই সিজার করেছিল।গুরুটির বাচ্চা দুই দিন আগেই পেটে মারা যাওয়ায় সিজার করা ছাড়া উপায় ছিল না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

রাণীশংকৈল আশ্রয়ন প্রকল্পের বাড়ী প্রস্তুত না হতেই উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত

সূর্য্য পূজায় (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলা

একটু উষ্ণতা ও স্বস্থি দিতে অসহায় শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌছে দিল র‌্যাব

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন নির্বাচিত হলেন যারা রাণীশংকৈল প্রতিনিধিঃ-

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পীরগঞ্জে সম্প্রীতি মেলা

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

পার্বতীপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত