বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লার দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার বিকালে বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ৩ নং ওয়ার্ড বাকপুর গ্রামের সামাজিক কবরস্থান সংলগ্ন বাকপুর হতে সাপ্টিগ্রামগামী কাঁচা রাস্তার ওপর হতে পরস্পর যোগসাজসে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি মোঃ মিঠুন ইসলাম(২৪) ও মোঃ বাপ্পী(১৯), কে ২০০(দুইশত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪০,০০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই আব্দুর রাজ্জাকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি বাপ্পী ও মিঠুনের বিরুদ্ধে বোদা থানার ১৩ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়। আসামিদের রবিবার আদালতে সোপর্দ্দ করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক।