বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি\ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সেতাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৩ আগষ্ট রবিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে গাছ বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সহ-সভাপতি ও প্রাক্তন মেয়র মোঃ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, ফাউন্ডেশনের অর্থ সচীব মোঃ ফিরোজ্জামান কবীর, মোঃ মাহবুব আলম প্রমুখ। বক্তব্য শেষে বনজ, ফলজ ও ভেষজ গাছের প্রায় ৮ শতাধীক চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।