বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৬, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

হাকিমপুর প্রতিনিধি\ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। বিএসএফকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫আগস্ট) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই মিষ্টি বিনিময় করা হয়। এসময় উভয় দেশের সীমান্তরাক্ষী বাহিনীর কর্তব্যরত সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ স্থলবন্দরের ভিতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিজিবির দিনাজপুরের হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়সহ সীমান্তের নানা বিষয় নিয়ে কথা বলেন। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানায় বিজিবি।
এদিকে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অপরদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও