বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় সর্বজনীন পেনশন বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।