শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় পানিতে ডুবে আর রাইয়ান নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ৭ নং চন্দনবাড়ী ইউনিয়নের শমসের নগর গ্রামে। এই স্থানীয় বাসিন্দা মোঃ আবু জানান, সকালে শিশুটির মা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ীর উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা পিয়ারা খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে রাইয়ানকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটি শমসের নগর গ্রামের আব্দুল করিমের পুত্র বলে জানা যায়, এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি ইউ’ডি মামলা দাখিল করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও