রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (৩ অক্টোবর) সামাজিক সম্প্রতি কমিটির সভা অনষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আমি জানি ঠাকুরগাঁয়ের মধ্যে রাণীশংকৈল উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা তারপরেও আমাদের সজাগ থাকতে হবে। প্রতিটি মন্ডপে সি,সি ক্যামেরা লাগাতে হবে। তাছাড়া নিরাপত্তা নিজের কাছে আপনাদেরকেও সজাগ থাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপনের লক্ষ্যে পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত আইনশৃংখলা বাহিনী নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে। পুলিশের পাশাপাশি আনসার, প্রাম্য পুলিশ মোতায়েন থাকবে। অনুষ্ঠানে অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান ও পুজা উৎযাপন পরিষদের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবিন কুমার ঘোষ, হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদ সভাপতি প্রাণগোবিন্দ সাহা বাচ্চু, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সেফালি বেগম, জেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,ওসি গুলফামুল ইসলাম মন্ডল,পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব,সাধারণ সম্পাদক সাধন বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী পুরাতনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। এ ছাড়াও ইউপি চেয়ারম্যান, পুজা উৎযাপন পরিষদের সভাপতি সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।