শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবির প্রভাবে হিলিতে কমেছে চালের দাম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৬, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
টিসিবির প্রভাবে হিলিতে  কমেছে চালের দাম

হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হিলিতে চালের বাজারে টিসিবির প্রভাব পড়তে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে ৩ থেকে ৪ টাকা।
ব্যবসায়ীদের দাবি, সরকার টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্যের সঙ্গে চাল বিতরণ করাই কমছে দাম।
হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আটাশ জাতের চালে ৪ টাকা কমে ৪৮ টাকা, স্বর্ণা-৫ কেজি প্রতি ৪ টাকা কমে ৪৬ টাকা, সম্পা কাটারি ৭ টাকা কমে ৫৫ টাকা এবং গুটিস্বর্ণা ৪ টাকা কমে ৪২ টাকায় বিক্রয় হচ্ছে।
বাজারে চাল কিনতে আসা ষাটোর্ধ্ব আসলাম হোসেন বলেন, বেশ কিছুদিন থেকে চালের দাম একই ছিল। অল্প করে বাড়ে, কমে। এবার মোটা চাল প্রতি কেজি ৪ টাকা কমেছে। এটা আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য অনেক ভালো। তবে সারা বছর যদি ৪০ টাকার মধ্যে থাকতো তাহলে ভালো হতো।
হিলি চারমাথা এলাকায় টিসিবির পণ্য নিতে আসা সলিমুল্লাহ বলেন, আমার পরিবারে স্বামী, স্ত্রীসহ ৫ জন। প্রতিদিন দেড় কেজি চাল লাগে। সরকার টিসিবির পণ্য হিসেবে আগে চিনি, তেল, মসুর ডাল দিত, কিন্তু এখন এসব পণ্যের সঙ্গে চাল যোগ হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।
হিলি বাজারে চালের ব্যবসায়ী মোজাহারুল ইসলাম বাবুল বলেন, বেশ কিছুদিন থেকে চালের দাম তেমন ওঠা-নামা করেনি। কিন্তু সরকার টিসিবি এবং ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণ করায় সাধারণ ক্রেতাদের চালের চাহিদা অনেকটা কমে গেছে। ফলে দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা কমেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার।

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !

করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের ইন্তেকাল

সিডিএ মজেন্দ্র দেবশর্ম্মার মৃত্যুতে সেচিকের ২ লাখ চেক প্রদান

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

কাহারোলে সাংবাদিক রোজিনা ইসলামের ষড়যন্ত্রমূলক মামলা নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ভূট্টা ক্ষেতে ভারতীয় দুই বন্য হাতি : দেখতে হাজারো মানুষের ভীর : আতংকে এলাকাবাসী

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন, মানববন্ধন

পাহারা বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে কামাল আনোয়ার আহম্মেদ

বোদার মেয়ে সৌখিন জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে