বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তার পাশে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৮, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে ধানের জমি থেকে হাত-পা বাধা অবস্থায় মেহেদুল ইসলাম নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং জেলা পিবিআই এর সদস্যরা। তবে পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতেই হত্যা করা হয়েছে ভ্যানচালক মেহেদুলকে।
পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি মেহেদুল ইসলাম। প্রতিদিন মধ্যরাত পর্যন্ত ভ্যান চালিয়ে সংসার চালান। তবে ভ্যান চালিয়ে সোমবার দিবাগত রাতে বাড়ি ফেরেননি তিনি।
মঙ্গলবার ভোরের দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমিতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মেহেদুল ইসলাম(৫২) ঘোড়াঘাটের সিংড়া ইউপির আব্দুল্লাপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। চার মেয়ে ও দুই ছেলে নিয়ে তার সংসার। বড় দুই মেয়ের বিয়ে দিলেও তার কাঁধে ছিল ছয় সদস্যের পরিবারের সংসার।
পুলিশ ও স্থানীয়রা জানায়,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমিতে একজনের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে পাওয়া যায়নি তার ব্যবহৃত ভ্যানটি।
মৃতের পরিবারের সদস্যরা বলেন, মেহেদুল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে ভ্যান নিয়ে বেরিয়ে পরেন। পরের দিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারনা রাতের কোন এক সময় কে বা কাহারা হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ধান ক্ষেতে ফেলে অটো ভ্যান নিয়ে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ধারণা করছি এটি হত্যা। নিহতের দুই হাত এবং দুই পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হজ্ব ও উমরা সেমিনার

রানীশংকৈলে সড়ক নির্মাণে অনিয়ম

নূরকে গ্রেফতারের দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন

মাদকের ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক – মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের নিয়ে মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লক নির্মানের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর  দিয়ে আমদানি করা পেঁয়াজ

৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ