পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ধান ক্ষেতে দেয়া জালে আটকা পড়েছে ৭ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের
একটি অজগর সাপ। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা
ইউনিয়নের আমতলা গ্রামের মাঠ থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে
স্থানীয় বন বিভাগ সাপটি উদ্ধার করে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে
প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের আব্দুর রউফ নামের এক কৃষক তার ধান ক্ষেতে ছাগল,
গরু প্রবেশে বাধা দেওয়ার জন্য জমির চারপাশে প্লাস্টিকের জাল দিয়ে রেখে ছিলেন।
শনিবার সকালে ছবির আলী নামে এক ব্যক্তি ধান ক্ষেতের পাশ দিয়ে মাঠে গরু
বাধতে নিয়ে যাওয়ার সময় জালে আটকা অবস্থায় অজগর সাপ দেখতে পান। পরে
স্থানীয় লোকজন সাপটি আটকা পড়া অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় বনবিভাগে খবর
দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত সাপটি নিয়ে
যায়। পঞ্চগড়ের বন্যপ্রাণি সংরক্ষণ ও উদ্ধারকারী মো. সহিদুল ইসলাম জানান, সাত
ফুট লম্বা উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২০ কেজি। তিনি আরও জানান,
সীমান্তের ওপার থেকে খাবারের অভাবে নদী পার হয়ে অনেক বন্যপ্রাণি বাংলাদেশের
অভ্যন্তরে ঢুকে পড়ছে। এছাড়া সীমান্তর ঘেসে চা বাগান করায় এসব বন্যপ্রাণি
নিরপদে বিচরণের সুযোগ পায়।
পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব উদ্দীন জানান, উদ্ধার করা সাপটি
দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে। #