বীরগঞ্জে আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা, থানায় মামলা, আটক -২
বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে প্রকাশ্য দিন-দুপুরে আদিবাসী ৮ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় ২জনকে আটক করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৩ ফেব্রæয়ারি) আনুমানিক দুপুর ১টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল ডাঙ্গাপাড়া আদিবাসী পল্লীর জোসেফ হাজদার ৮ম শ্রেণীর ছাত্রীকে জগদল ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের মাদকাসক্ত ছেলে মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন (৩৫) ও মৃত: সোহরাব আলীর ছেলে আমিনুল ইসলাম(৩৫) আদিবাসীর বাড়ীতে প্রবেশ করে যৌন নিপীড়ন করার চেষ্টাকালে স্কুল ছাত্রীর চিৎকারে বাসন্তি, আলবিনা, মেরিনা, পুদিন হাসদা সহ স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিভাবে এসআই এনামুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযুক্ত আমিনুল ও আমিনকে উদ্ধার করে রবিবার দুপর দেড়টায় আদালতে প্রেরণ করেন। এ ব্যাপারে ছাত্রীর পিতা জোসেফ হাসদা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং- ১৩, তাং- ১৩/০২/২০২০ইং।