সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে মূলার কেজি পাঁচ টাকা !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৪, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

দিনাজপুরে ৮০ টাকা কেজির মূলা বাজারে বর্তমানে ৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর পাইকারি বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা কেজি। দাম কমে যাওয়ায় ‘ভিআইপি’ কাঁচামাল ব্যবসায়ীরা তাদের দোকানেও তুলছেন না মূলা। আর গ্রামের মানুষ গরু-ছাগলকে খাওয়াচ্ছেন সেই মূলা।
রবিবার দিনাজপুর শহরের সবচেয়ে বড় সবজি বাজার বাহাদুর বাজার ঘুরে দেখা যায়, মূলার ব্যাপক সরবরাহ রয়েছে। তবে ক্রেতা না থাকায় প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি দরে।
বাহাদুর বাজারে সবজি কিনতে আসা আব্দুল­াহর গ্রামের বাড়ি কাহরোল উপজেলায়। তিনি শহরের রামনগরে বসবাস করেন। তিনি বলেন, শহরে মূলার কেজি ৫ টাকা হলেও তার গ্রামে কৃষকরা বিক্রি করছেন ২ থেকে ৩ টাকা কেজি। অনেকে মূলা গরু ছাগলকে খাওয়াচ্ছেন।
বাহাদুর বাজারের সবজি বিক্রেতা শাহজাহান সরদার বলেন, বাছাই করা মূলা বিক্রি হচ্ছে দেড় কেজি ১০ টাকা, আর এমনি মূলা বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি। সরবরাহ বেশি হওয়ায় দাম কম। তবুও ক্রেতা নেই। অথচ এই মূলা এই বাজারে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি।
বাহাদুর বাজারে বাজার করতে আসা কর্মজীবী মাহনাজ পারভীন নামে এক নারী বলেন, প্রথম যখন মূলা বাজারে উঠেছিল তখন মূলার চেহারা ছবি ভালো ছিল না, কিন্তু দাম ছিল অনেক বেশি। আর এখন বাজারে মূলার চেহারা দেখলেই নিতে ইচ্ছে করে। দামও কম, আমি ৫ টাকা কেজি কিনলাম।
খানসামা উপজেলার সবজি চাষি আবদুল লতিফ বলেন, আমি এবার অনেক মূলা আবাদ করেছি। বর্তমানে যে দাম তাতে খরচতো দূরের কথা লোকসানের মুখ দেখতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মূলা জমি থেকে না তুলে হালচাষ দিচ্ছি। শুধু আমি একাই নই, এ কাজ অনেকেই করছে।
খানসামা বাজারের বিক্রেতা শাহীন বলেন, আমরা প্রতি কেজি মূলা চার টাকা কেজিতে কিনেছি। মাত্র এক টাকা লাভে বিক্রি করছি। তবে দাম কম হলেও বাজারে ক্রেতা কম। এছাড়া অন্যান্য সবজির দামও অনেক কম। ক্রেতারা সাধ্যমতো কিনে নিয়ে যাচ্ছেন শীতকালীন সবজি।
এদিকে দাম কমে যাওয়ায় অনেকে তাদের দোকানে মূলা বিক্রি করছেন না। কারণ মূলার দাম কমে যাওয়ায় বিক্রি করে কেজিতে ১ টাকার বেশি লাভ করা যায় না। তাই তারা মূলা বিক্রি করছেন না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পেয়েছে তুলা চাষ : আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা

বোচাগঞ্জে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচন সম্পন্ন লায়লা মোত্তালেব চেয়ারম্যান ও গোলাপী সেক্রেটারী নির্বাচিত

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাণীশংকৈল দুর্ল্লভপুরে বজ্রপাতে নিহত-২ গুরুতর আহত-১ জন।

পীরগঞ্জে জিংক ধানের স¤প্রসারণে বিষয়ে আলোচনা সভা

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে মেয়র মোশাররফ এর নির্দেশনায় পাড়া-মহল্লায় মশা নিধনে ফগার মেশিনে ঔষধ স্প্রে