বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৬, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের ডাবোরা জিনেশ্বরী গ্রামের মৃত মিয়া চাঁন আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন পদোন্নতি পেয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

গত রোববার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মমতাজ উদ্দিনকে পদোন্নতি দিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ১৯৯৪ সালে ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রনালয়, গণপূর্ত মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷ সর্বশেষ খাদ্য মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। মহাপরিচালক পদে মমতাজ উদ্দিনের পদোন্নতি হওয়ায় বীরগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত