দিনাজপুর প্রতিনিধি \
নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত বøুটুথ ডিভাইস, হেডফোন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ
তিনি জানান, বুধবার দিবাগত রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশমত প্রতা বটতলা এলাকা আমির আলীর ছেলে সম্রাট মিয়া ও একই এলাকার মোবারক হোসাইনের ছেলে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আবুল কালাম আজাদ।
গোঁপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের সিঙ্গারমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।