শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৫, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ লোকমান হাকিম, মাওলানা রফিকুল্লাহ মাজহারী প্রমুখ। উক্ত আলোচনা সভায় সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম.এ কাদের। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাÐ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বছর ঘুরে আবারও এসেছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি এই দিনটি স্মরণ করে থাকে।
আওয়ামীলীগ
এরমধ্যে পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে, প্রেসক্লাব ও হাবিপ্রবি প্রশাসন শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে। এছাড়াও এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল ৬টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর পৌর শাখার সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে স্থাপিত শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারা। বাদমাগরিব আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীগণের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
এদিকে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে স‚র্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় এবং ৯.১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত), শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. ফাহিমা খানম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীগণের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ ব´ী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে সকালে চেহেলগাজী মাজার চত্ত¡রে শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
পুজা উদযাপন পরিষদ
শহীদ বুদ্ধিজীবি দিবসপালন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষে চেহেলগাজীস্থ শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের নেতৃত্বে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে চেহেলগাজীস্থ বীরমুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলী অর্পণে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বাবু রতন সিং, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক রঞ্জন সরকার, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানাজি, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত রায় চৌধুরী জুন, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অমৃত রায় ও সাধারণ সম্পাদক জয়ন্ত মিশ্র , বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মিনতি দাস ও সাধারণ সম্পাদক মল্লিকা দাস, পুজা উদযাপন পরিষদ শহর শাখার যুগ্ম সম্পাদক উত্তম রায় (সোনা), বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শহর শাখার সদস্য দীনেশ মেহেতা, বাপ্পি রায়, লিটন রায় ও নিপা মেহেতা প্রমুখ ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে সকাল ৯টায় বোচাগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড, বোচাগঞ্জ থানা, সেতাবগঞ্জ সরকারি কলেজ, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, সেতাবগঞ্জ প্রেসক্লাব, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল, মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, মোঃ শামুসুল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বোচাগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধের পাদদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মৃতি চারন করা হয়।
চিরিরবন্দরে বুদ্ধিজীবি
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত প্রমুখ।
এছাড়াও ঘোড়াঘাট থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো: মারুফ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
এর আগে খানসামা আত্রাই নদীর পূর্ব পার্শ্বে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও ১মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চারদিন ধরে সর্বনি তাপমাত্রা রেকর্ড, মৃদু শৈত্যপ্রবাপে কাঁপছে তেঁতুলিয়ায়

যোগ্য কারিগরের অভাবেই বিএনপি’র এই ভগ্ন দশা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

নানা আয়েজনে দিনাজপুরে বিশ্ব এইডস দিবস পালিত

তৃতীয় লিংগের উত্তরণ আশ্রায়ন (গুচ্ছগ্রাম) পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

বাঁশের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা

চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

খানসামায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা