হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে অটোরিকশাসহ গ্রেফতার করেছে।
বুধবার (১৫ মার্চ) হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, এসআই রাকিবুল ইসলামসহ হরিপুর থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করলে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো,রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের গোলাম রব্বানীর ছেলে ইমরুল কায়েস ওরফে ইমু(২৬),
নন্দুয়ার গ্রামের মনিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), বলিদ্বারা গ্রামের আফসার আলীর ছেলে নুর আলম ওরফে মংলা (১৯),
নন্দুয়ার সিংহোড় গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯), নন্দুয়ার সিংহোড় গ্রামের মৃত ডাবু পানুয়ার ছেলে মামুন ওরফে বোবা মামুন (১৯),গোগর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মহিরুল ইসলাম ওরফে মইনুল অটো (২৭), মনিজগাও গ্রামের মমতাজ আলীর ছেলে মাহবুব রহমান (২২)।
জানা যায়, দীর্ঘদিন যাবত তারা হরিপুর উপজেলাসহ আশপাশের উপজেলায় অটোরিকশা চুরি করে আসছে। হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৭ জন আন্ত:জেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। এদের মধ্যে মাষ্টার মাইন্ড ইমরুল কায়েস ইমু।
আজ বৃহস্পতিবার সকালে চুরির মামলায় তাদের আদালতে চালান দেয়া হয়েছে।