জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার পরও স্বাধীনতা বিরোধী পরাশক্তিরা আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। এই পরাশক্তিকে প্রতিহত করতে ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যই পারে এই স্বাধীনতা বিরোধী পরাশক্তি ও অপশক্তিকে প্রতিহত করে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ত রক্ষা করা।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহিদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এর আগে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে জেলা আওয়ামীলীগের বিজয় র্যালী শহর প্রদক্ষিণ করে। বিজয় র্যালীতে অংশগ্রহন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সগঠনের নেতৃবৃন্দ।