বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আউলিয়াপুরে বেকারমুক্ত গ্রাম সৃজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২১, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

দিনাজপুর সদরের আউলিয়াপুর গ্রামে “আউলিয়াপুর যুব উন্নয়ন পাঠাগার” এর আয়োজনে এবং যুব সংগঠন “আলোর পথে জাগো যুব, দিনাজপুর” এর সার্বিক সহযোগিতায় বেকারমুক্ত গ্রাম সৃজন এবং মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার, আউলিয়াপুর যুব উন্নয়ন পাঠাগারের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাদেকুল ইসলাম। বেকারমুক্ত গ্রাম সৃজনে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম-আহŸায়ক মোঃ আতিকুল ইসলাম আতিক, আউলিয়াপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মজিবর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল হাই বকুল, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডা. মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, মকিদ হায়দার শিপন প্রমুখ।
মূখ্য আলোচক দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রওনাকুল ইসলাম বলেন, দিনাজপুরের একটি গ্রামকে বেকারমুক্ত করণের লক্ষে সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ করার প্রাথমিক আলোচনা চলছে। যুব সংগঠক মোসাদ্দেক হোসেন, তার নিজ গ্রামকে বেকারমুক্ত করণের লক্ষে কাজ করতে আগ্রহী হওয়ায় আজকের মতবিনীময়। যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কার্যক্রমকে সমন্বয় করে আউলিয়াপুর গ্রামকে বেকারমুক্ত করণের কার্যক্রম বাস্তবায়িত করা হবে।
অনুষ্ঠানটিতে ৩০ টি ইভেন্টে মোট ৯০ জনকে পুরস্কৃত করা হয়। গ্রামের কৃতি শিক্ষার্থী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিএডিসি উপ-পরিচালক পদে চাকুরিতে যুক্ত হওয়ায় মাসুদ রানা এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী শাকিল আহমেদকে সংবর্ধিত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত