বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে দিনাজপুরে ৫শতাধিক এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের অর্গানাইজার লায়ন এমএ হাসান পিএমজেএফ স্যারের সার্বিক সহযোগিতায় শুক্রবার ও শনিবার বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন এতিম খানার ৫শতাধিক শিক্ষার্থী এবং গভীর রাতে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী কম্বল বিতরণ কর্মসূচীতে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের কার্যকরী কমিটির সদস্য লায়ন ড. আব্দুল হকের নেতৃত্বে শীতার্ত শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
তীব্র শীতে হঠাৎ করে কম্বল হাতে পেয়ে এতিমখানার শিক্ষার্থী এবং ছিন্নমুল মানুষের চোখে মুখে যেন একমুঠো রোদ্রের ঝিলিক ফুটে উঠে। এই মহতি উদ্যোগে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।