মো: মোস্তাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি): পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন করনাই বাজার সংলগ্ন হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) স্কুল বন্ধের সময় কোমলমতি শিশুদের পড়াশোনা অব্যাহত রাখার লক্ষে প্রতিবছরের ন্যায় শিক্ষার্থীদের মেধা যাচাই করার ধারাবাহিকতায় বিভিন্ন স্কুলের অংশগ্রহণে মনোরম পরিবেশে পঞ্চম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভারত বাংলাদেশের সীমান্ত পর্যায় হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলটি শিশুর শারীরিক মানসিক ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে সময় উপযোগী বিভিন্ন পরিকল্পনা করে থাকে। তাই বেশ ক’বছর ধরেই সকল দিবস উৎযাপনসহ শনিবার সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মোট এক ঘন্টার শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, সভাপতি গোলাম আজম, অভিভাবক আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মাহবুব আলম, ছলেমান আলী, তোজাম্মেল হক এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক মো: নাইমুল হক, সহকারী শিক্ষক, মো: শহিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, হীরন মালাকার, সন্তোষ কুমার, মো: মোকলেসুর রহমান, মো: আব্দুর রাহিম, আক্তারা খাতুন, সাবেদা খাতুন, দিলরুবা খাতুন সকল শিক্ষার্থীসহ বিভিন্ন স্থান হতে আগত অভিভাবকবৃন্দ।