হাকিমপুর প্রতিনিধি \দিনাজপুরের হাকিমপুরে ধানের জমি থেকে মর্জিনা বেগম নামে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ধাওয়ানশীপুর গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ফাঁকা ধানের জমি থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত মর্জিনা বেগম (৪৮) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের স্বামী ফুল মিয়ার সাবেক স্ত্রী। প্রায় এক বছর আগে স্বামী তালাক দেওয়ায় গোবিন্দগঞ্জ থানার বানিয়াল গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাকিমপুরের ঈদগাহ মাঠের পাশে ফাঁকা ধানের জমিতে মৃত অবস্থায় দেখতে পায় কোকতাড়া স্কুলে প্রাইভেট পড়তে যাওয়া শিক্ষার্থীরা। এরপর এলাকার লোকজন ও মৃত মহিলার সাবেক স্বামী উপস্থিত হয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও পিআইবি পুলিশের সদস্য এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলিহাট ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বলেন, সকাল বেলা খবর পেয়ে দেখি নিহতের লাশ ফাঁকা ধানের জমিতে পড়ে আছে। সে আমার ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা গ্রামের ফুল মিয়ার স্ত্রী।তারা গুচ্ছগ্রামে থাকতো। নিহতের স্বামী ও প্রতিবন্ধী এবং তার স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী। পরে ওসিকে ফোন দিলে পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান জানান, ধাওয়ানশিপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশে ফাঁকা ধানের জমিতে থেকে মর্জিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশের পিআইবি সদস্যরা আসে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য যানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।