শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরে ফসলি জমি থেকে নারীর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

হাকিমপুর প্রতিনিধি \দিনাজপুরের হাকিমপুরে ধানের জমি থেকে মর্জিনা বেগম নামে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ধাওয়ানশীপুর গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ফাঁকা ধানের জমি থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত মর্জিনা বেগম (৪৮) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের স্বামী ফুল মিয়ার সাবেক স্ত্রী। প্রায় এক বছর আগে স্বামী তালাক দেওয়ায় গোবিন্দগঞ্জ থানার বানিয়াল গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাকিমপুরের ঈদগাহ মাঠের পাশে ফাঁকা ধানের জমিতে মৃত অবস্থায় দেখতে পায় কোকতাড়া স্কুলে প্রাইভেট পড়তে যাওয়া শিক্ষার্থীরা। এরপর এলাকার লোকজন ও মৃত মহিলার সাবেক স্বামী উপস্থিত হয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও পিআইবি পুলিশের সদস্য এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলিহাট ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বলেন, সকাল বেলা খবর পেয়ে দেখি নিহতের লাশ ফাঁকা ধানের জমিতে পড়ে আছে। সে আমার ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা গ্রামের ফুল মিয়ার স্ত্রী।তারা গুচ্ছগ্রামে থাকতো। নিহতের স্বামী ও প্রতিবন্ধী এবং তার স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী। পরে ওসিকে ফোন দিলে পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান জানান, ধাওয়ানশিপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশে ফাঁকা ধানের জমিতে থেকে মর্জিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশের পিআইবি সদস্যরা আসে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য যানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর

বোদায় সেনাবাহিনীর উদ্যোগে গরীব, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বোদায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

কারামুক্তির পর হাসপাতালে রোজিনা ইসলাম

বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ”অবসরে”

হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত

দিনাজপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে টিকা নিলেন ৯৫ লাখ ১৯ হাজার মানুষ।প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন।দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর