দিনাজপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের বালুবাড়িস্থ ফুড ক্লাব মাঠে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফেস্টুনসহ বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্য অধিদপ্তর (ঢাকা) প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক পরিমল চন্দ্র সরকার।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামিম।
প্রতিবছরের ন্যায় এবারও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে দ্বৈত বিভাগের এ-গ্রæপে ৮ জুটি ও বি-গ্রæপে ১৩ জুটির অংশগ্রহনে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো। উদ্বোধনী খেলায় অংশ নেন এ গ্রæপের নাঈম ও শাহীন রানা বনাম রবিউল ও রাদ। বি গ্রæপে আতোয়ার ও আজাদ বনাম আব্দুর রহমান ও তোফাজ্জল আর মোস্তাফিজ ও দিপু বনাম মঞ্জুরুল ও রায়হান।