দিনাজপুরে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও সামাজিক অবক্ষয় বিরোধী জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন।
১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রেজা হায়াতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আমন্ত্রিত অতিথি সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি পুলহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিহাব উদ্দিন,পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রঞ্জিত কুমার দাস, সদস্য রাজু কুমার দাস,১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার দাস, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম,মহল্লা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।