উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আবু তালেব আলী নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা শুরু হয় বিকেল ৫টায়। এরপর গণনা শেষে ফলাফল ঘোষনা হয় রাত ১১টার দিকে। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুস সালেকিন রানা, শাহ এস এম মমিনুল ইসলাম, শেখ মো. বাদশা, সাইফুর রাজ চৌধুরী।
এর আগে নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।
নির্বাচিতরা হলেন-সভাপতি পদে মো. নুরুল ইসলাম (গোলাপ ফুল) ১২৯৬ ভোট, কার্যকরী সভাপতি পদে মো. জুলফিকার নাঈম সাগর (মাইক) ১২৭৬ ভোট, সহ সভাপতি পদে বুদু (হাতী) ১০৪৫ ভোট ও মো. মোস্তাজুল ইসলাম (বাইসাইকেল) ৮৯৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. আবু তালেব আলী (চেয়ার) ১৭১৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হামিদুল ইসলাম বকুল (টায়ার) ১১০২ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে মো. সুমন আলী (টিউবওয়েল) ১৩৯১ ভোট ও মো. মাসুদ পারভেজ (বাঘ) ১২৩১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের (খেঁজুর গাছ) ১৬৯৪ ভোট, দফতর সম্পাদক পদে আমজাদ হোসেন (চাবি) ১৬১১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোস্তফা ইসলাম (ঢোল) ১২৮৫ ভোট, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রাসেল বাবু (ভ্যান) ১২১১ ভোট, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম (একতারা) ১০২৫ ভোট, সড়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম (কুলা) ৭৮৯ ভোট, সহ সড়ক সম্পাদক পদে মো. বাদল মিয়া (ক্যামেরা) ১১১৫ ভোট, শ্রমিক কল্যাণ প্রশিক্ষণ সম্পাদক পদে মো. হুমায়ন কবীর (টেবিল) ১৬০৭ ভোট, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে মো. ইউসুফ আহম্মেদ (কলস) ১১৮৭ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মিজানুর রহমান (ফুটবল) ১২০৭ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. তানভীর ডাবলু (তালা) ১২৫৪ ভোট এবং সদস্য পদে মো. মকসেদ আলী (হরিণ) ১১৩৮ ভোট, মো. আকরামুল আলম শানু (প্রজাপতি) ১০৫৭ ভোট, মো. মেহেদী হাসান (আপেল) ৯০০ ভোট।
এর আগে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল (আম), সহ দপ্তর সম্পাদক পদে মো. সুবাহান (মই), আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক তানভীরুজ্জামান রুপম (মিনার), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র রায় (বই), ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোসেন (পাঞ্জাবি)।
প্রসঙ্গত, দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৮৬৪ জনের বিপরীতে ভোট দিয়েছেন ৩ হাজার ১শ ৬৮জন।