সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিনী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং হুইপ ইকবালুর রহিম এমপির রতœগর্ভা স্বপ্নজয়ী মা মরহুমা নাজমা রহিম এর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ শনিবার বাদ আসর মরহুমার ৮ নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে কবরস্থানের পাশেই মসজিদ ও মডেল মসজিদের এ দোয়া সম্পন্ন করা হয়।
মিলাদ মাহফিল ও দোয়া খায়ের শেষে মরহুম পিতা এম আব্দুর রহিম ও মরহুমা মাতা নাজমা রহিমসহ মৃত সকল পিতা-মাতা আত্মীয-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশীর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মরহুম-মরহুমা জ্যেষ্ঠ পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম।
মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ৮ বিচারপতি তারা হলেন বিচারপতি জে. বি. এম. হাসান, বিচারপতি মো: রুহুল কুদ্দুস, বিচারপতি মো: ইকবাল কবির, বিচারপতি মো: খায়রুল আলম, বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি জাহিদ সারোয়ার ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর রেজিষ্টার সাইফুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ নুরউল্ল্যাহ, উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নদির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, জেলা মটর পরিবহন শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, হুইপের পুত্র রাফিদুর রহিমসহ সহ বিচারকবৃন্দ, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবারবৃন্দ। উল্লেখ্য, গত ২৭ মার্চ ১৭ রমজান স্বপ্নজয়ী মা নাজমা রহিম ইন্তেকাল করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক ও বর্তমান ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান – মেয়র মোশারফ হোসেন 

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর  প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফদের পদায়ন দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক- ২

হাবিপ্রবিতে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২০০ বছরের পুরনো সূর্যাপুরি আম গাছটি মুকুলের সমারোহ

বাজারের ময়লা পরিস্কার করা মামুন স্নাতকোত্তর এক ডিগ্রিধারী তরুণ!

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের কৃতি সন্তান শাহাদতের মৃত্যু