পঞ্চগড় প্রতিনিধি\ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ে তিন উপজেলায় বিএনপি ও আওয়ামীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদের মধ্যে সদর উপজেলায় দুই জন ও আটোয়ারী উপজেলায় একজন। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন সদর উপজেলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সস্পাদক নুরুল হুদা এবং আটোয়ারী উপজেলায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শাহজাহান। তবে তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর কেউ তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। শেষ পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলায় তিনজন, তেঁতুলিয়া উপজেলায় পাঁচজন এবং আটোয়ারী উপজেলায় দুইজন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতায় রইলেন।