বিকাশ ঘোষ, বীরগঞ্জব (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম (১৩) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং সহোদর বড়ভাই শাকিব (৩০) গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল’২০২৪ সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ উপজেলা সদর ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।
তামিম পৌরসভার হাজীপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাচামাল বহনকারী দ্রুতগামী ট্রাক যাহার নং-ঢাকা মেট্রেো ট-২৪-৮২৪২ ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জোৎস্না ফিলিং ষ্টেশনের সামনে চাকাই গ্রামের নানা মোসলেম
উদ্দীনের বাড়ী থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে দশমাইল থানা পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করে এবং মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনার পর ঘাতক ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bkash