দিনাজপুর বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ নলপুরের শফিকুল (৩৫) এবং আইজুল মাষ্টার (৪২)সহ আহত হয়েছে ৭ জন ।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে আহত গুলিবিদ্ধ মোহাম্মদ আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যুবরণ করেন।
মৃত মোহাম্মদ আলী বিরলের সিংগুইল গ্রামের মাহমুদ বক্সের ছেলে।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পুলিশ গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন,
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আজিমপুর ইউনিয়নে হামিদ হামিদা হাই স্কুল কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিজাইটিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু দুজন মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম মোড়গ মার্কা এবং টিউবল মার্কার প্রার্থী জোবায়দুর রহমান তাদের ভোটের ব্যবধান ২০টি। ইউনিয়ন পরিষদ মেম্বারদের আপত্তির মুখে পুনরায় ভোট গণনা করেন প্রিজাইটিং অফিসার। তাদের দাবি অনুযায়ী রেজাল্ট সিট দেওয়ার পরেই যারা পরাজিত মোরগ মার্কার প্রার্থী সমর্থকরা উত্তেজিত হয়ে সবাইকে অবরুদ্ধ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। সিঙ্গুল হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত দুই প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই চেষ্ঠা করে। এতে পুলিশ সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি মালামাল রক্ষার্থে প্রথমে ফাঁকা গুলি করে। এরপরেও পুলিশ সদস্যদের উপরও হামলা করলে আত্মরক্ষার্থে ৬০ থেকে ৭০ রাউন্ড শর্টগান থেকে গুলি ছোড়ে। এসময় গুলিতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আনার পথে তার মৃত্যু হয়। এসময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সুপার দাবি করেন।
রাতেই দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ দ্রæত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।এসময় জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিন কর্ম দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থমথম ভাব বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও মোতায়ন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করা হয়েছে। ঐ এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছিলো।
উল্লেখ্য,রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনাজপুরের বিরল উপজেলার ১নং আজিমপুর, ২নং ফরক্কাবাদ ও ৫নং বিরল ইউনিয়ন মোট ৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ভোট ও বেসরকারি ফলাফলে বিরল উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, ১ নং আজিমপুর ইউনিয়নে লিটন আলী (আনারস প্রতীক)। ২ নং ফরাক্কাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে হুসেন আলী (আনারস প্রতীক), ৫ নং বিরল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন (ঘোড়া প্রতীক) বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।