বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ৯ থেকে ১৫ মে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪-এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিাবার সকাল ১১ টায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ৯ থেকে ১৫ মে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪-এর শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোকাদ্দেস হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, বিরল প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন ও সাংবাদিক তাজুল ইসলাম। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন।