নানান আয়োজনের মধ্য দিয়ে দুইবারের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা আওয়ামীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মরহুম আমজাদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বাশেরহাঁট কর্নাই গ্রামে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে মরহুমের গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ও বাদ আছর সুইহারী চৌরঙ্গী মোড় সংলগ মরহুমের নিজ বাসভবনে পূর্নরায় দোয়া মাহফিল ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দিনাজপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, দিনাজপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আমজাদ হোসেনের পুত্র ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মোঃ শওকত হোসেন বুল্লা বলেন, আমার বাবা সারাজীবন মানুষের পাশে ছিলেন, আমি তাকে স্বরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করছি,আপনারা দোয়া করবেন আমার বাবার মত আমিও যেন আপনাদের সেবায় জীবন কাটিয়ে দিতে পারি। দোয়া মাহফিলে ও কর্মসুচীতে অংশ নেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও ছাত্রনেতাসহ দিনাজপুরের সর্বস্থরের মানুষ।
কর্মজীবনে বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন আইনজীবী ও মুক্তিযোদ্ধা ছিলেন। দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাÐে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৯ মে ২০০৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।