বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ অপপ্রচারের ঘটনা সামনে আসছে। হাউয়া চন্দ্র দেবনাথ নামে একজন নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী দাবি করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসন্ন ষষ্ঠ বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করে ৫জন প্রার্থিতা বৈধতা পেয়ে তাদের নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে উপজেলার সুজালপুর ইউনিয়নের ফেনাপুকুর গ্রামের মৃত প্রাণনো দেবনাথের হাউয়া চন্দ্র দেবনাথ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছিলেন। বর্তমানে নির্বাচনের শেষ প্রান্তে এসে ওই হাউয়া চন্দ্র দেব নাথ বীরগঞ্জ রূপালী অফসেট প্রেসে লিফলেট ছাঁপিয়ে নিয়ে নিজেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দাবি করেন মটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এব্যাপারে সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,হাউয়া চন্দ্র দেবনাথ একজন মানসিক ভারসম্যহীন। তার অপপ্রচারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বীরগঞ্জ রূপালী অফসেট প্রেস সাথে যোগাযোগ করা হলে প্রেস কর্তৃপক্ষ স্বীকার করে জানান,হাউয়া চন্দ্র দেব নাথ ৫ শত টাকার বিনিময়ে ২ হাজার লিফলেট ছাপিয়ে দেওয়া হয়।