বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক
গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং
বিপদে প্রকৃত বন্ধু হিসেবে উপকার করে
দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বিপদের সময় প্রকৃত বন্ধু হিসেবে উপকার করবে। সারাবিশ্বে আজ জলবায়ু পরিবর্তনের কারণে মরুকরণ শুরু হয়েছে। এথেকে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রত্যেককে অন্তত দুটি করে গাছ প্রতি বছর লাগানো প্রয়োজন।
১০ জুন সোমবার মিশন রোড কুঠিবাড়ী সংলগ্ন কেরী মেমোরিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কেরী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জেমস্ এন্ড থান্ডার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশে একসময় সবুজ বাংলার বিপ্লব করার জন্য প্রচুর বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করেছিলেন। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর ক্ষতিকারক প্রভাব থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছেন। তাই আমাদের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের ব্যাপারে সচেতন করার জন্যই আজকের এই আয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আখতার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান নভেল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুর আলী ও নির্বাহী সদস্য কমল শীল। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ কেরী মেমোরিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপন করেন।