বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি //উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ইউনিটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ধারে পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষিকারা শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ,মো.তোফাজ্জল হোসেন,শিহাব জিল ফামরান, মো.ফজলুল করিম,আনোয়ার হোসেন,মো.আব্দুর রহিম, হসন্তিকা রায়,লায়লা আফরোজা খানম, রেহেনা পারভিন, সহকারী শিক্ষক রুবেল হক,আশরাফুল, মো:সাদ্দাম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষক লাঞ্চনার জন্য তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। পাশাপাশি ন্যাক্কারজনক এ ঘটনায় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সরকারি মাধ্যমিকের সিনিয়র শিক্ষকদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দ্রুত পদায়ন ও দীর্ঘদিনের পাওনা বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার ঢাকা শিক্ষাভবনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের হামলায় কয়েকজন শিক্ষক আহত হন। তাদের মধ্যে হারুনুর রশিদ ও আব্দুর রাজ্জাক নামে দুইজন শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।