চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দি হাঙ্গার প্রজেক্টের সার্বিক সহযোগিতায় পিস ফেসিলেটেটর গ্রæপের (পিএফজি) আয়োজনে স¤প্রীতির ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় সুখীপীর মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারি রাজেশ দে রাজু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিরিরবন্দর পিএফজির অ্যাম্বাসেডর আয়েশা খাতুনের সভাপতিত্বে এসময় দি হাঙ্গার প্রজেক্টের দিনাজপুর জেলা সমন্বয়কারি ফিয়াজ শরীফ তমাল, কর্মকতা তারিফ-উল ইসলাম তানিন, চিরিরবন্দর পিএফজির সমন্বয়কারি সাংবাদিক মোরশেদ উল আলম, সদস্য নিখিল রঞ্জন রায়, নীপা ভট্টাচার্য্য, জাহিদুল ইসলাম, আকতারিনা বেগম, খানসামা পিএফজির সমন্বয়কারি নুরল হক, চিরিরবন্দর ইয়্যুথ অ্যাম্বাসেডর তৌহিদা বুলবুল মৌরী, সদস্য মোস্তাকিম হাসনাত, খানসামা ইয়্যুথ অ্যাম্বাসেডর জে আর জামান প্রমূখ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন সাজেদুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান বাবু ও হাবিবুর রহমান। খেলাটির ধারা বর্ণনা দেন শামসুল হক সরকার।
খেলায় বিসমিল্লাহ অটোবি ফার্নিচাস একাদশ ২-১ গোলে মোস্তফা স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।