রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড দিনাজপুরে অঝরে ঝরছে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দিনাজপুরের থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। দুইদিনে দিনাজপুরে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল,কলেজগামী শিক্ষার্থী, খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষ।
অপরদিকে শহরের বিভিন্ন খানাখন্দে রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তিতে মানুষ। বিশেষ করে ৭নং উপশহরের সকল রাস্তায় বৃষ্টির পানি আর ড্রেনের পানি একাকার হয়ে গেছে। চলাচলে ভোগান্তি বেড়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।গত বৃহস্পতিবার থেকে দিনাজপুরেও বৃষ্টি শুরু হয়েছে শুক্রবারও সারাদিন অঝরে বৃষ্টি পড়ছে।বৃষ্টির ফলে দিনাজপুর শহরের কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ভ্যানচালক দুলাল হোসেন ও দিনমজুর ফরহাদ জানান, বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বৃষ্টির মধ্যে ভিজে ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে মানুষের তেমন উপস্থিতি নেই। এতে আয় রোজগার কমে গেছে। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন দিনমজুর শ্রমিকরা।
দিনমজুর মোতালেব হোসেন বলেন, শহরের ষষ্ঠী তলায় শ্রম বিক্রি করতে এসেছিলাম আজকে দিন হাজিরা কাজ পায়নি। কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। বাড়িতে চাল নেই, আজকে পরিবার-পরিজন নিয়ে অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে।
পথচারী সবুর চৌধুরী জানান, দিনাজপুর শহরের কয়েকটি রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচল করা যাচ্ছে না। বৃষ্টির কারণে রাস্তাঘাটের বেহাল দশা। বেশিরভাগ রাস্তাগুলো খানাখন্দকে ভরে গিয়েছে।
তবে কৃষক হামিদুল ইসলাম বলেন, বৃস্পপতিবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ধানের জমি শুকিয়ে গেলেও এই বৃষ্টির পানিতে ক্ষেত ভরে গেছে। এই বৃষ্টি আমন ধানের জন্য অনেক উপকার হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরক্ষা এবং বাণিজ্যিক প্রসারে সম্ভাবনা চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

বীরগঞ্জ-কাহারোলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মনোরঞ্জন শীল গোপাল নৌকার বিজয় নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন- ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন

পঞ্চগড়ে বিএনপির জনসভা এই বছরের মধ্যে ইলেকশন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন -বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

চলমান আন্দোলন বাস্তবায়ন না করায় রাণীশংকৈলে বিএনপি সভাপতিকে অব্যহতি

জানমালের নিরাপত্তা ও ফয়সাল হত্যার ন্যায় বিচার চেয়ে দিনাজপুরে অসহায় পিতার সংবাদ সম্মেলন

পীরগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত