শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৪, ২০২৪ ১০:১৪ পূর্বাহ্ণ
হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক”  তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগণের জন্য তিন দিনব্যাপী ”চবফধমড়মু ঞৎধরহরহম” (শিক্ষণ পদ্ধতি বিষয়ক) প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় অডিটোরিয়াম-২ এ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের কৃতকর্ম গুলো সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত লিপিবদ্ধ হয়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমাকে ডীন, চেয়ারম্যান বা শিক্ষার্থী কেউ দেখছেনা এজন্য যা ইচ্ছে তাই করবো এই ধারণা থেকে বের হতে হবে। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজের রেকর্ড সৃষ্টিকর্তার কাছে লিপিবদ্ধ থাকে। এক সময় আমার সামনে সব কিছু উপস্থাপন করা হবে। তাই ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই, নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
তিনি বলেন, আমরা শিক্ষকতা পেশায় যোগদান করেই পরেরদিন ক্লাসে চলে যাই, আমার মতে এটা সমীচীন নয়। নিয়োগের পর শিক্ষকদের অন্তত তিন মাস বা দীর্ঘ মেয়াদী একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকা উচিত। মেথড অব সাইন্টিফিক টিচিং এটা ইনফরমাল কিছু না এটা ফরমাল, এর উপর কিছু না জেনেই যদি আমি ক্লাসরুমে যাই তাহলে আমার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা পজেটিভ হবেনা। কিভাবে শেখালে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা অর্জন করবে সেদিকে আমাদের নজর দিতে হবে। তিন দিনব্যাপী এই ট্রেনিং থেকে আমরা এসব বিষয়ে অনেকটা ধারণা পাব।
তিনি আরও বলেন, আমাদেরকে রাজনীতি, দল ও মতের উর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যেতে হবে। রাজনীতির পেছনে সময় না দিয়ে, শিক্ষা ও গবেষণার পেছনে আরও বেশি বেশি সময় দিতে হবে। এই প্রতিষ্ঠান আমাদের সকলের, তাই আমাদেরকে সম্মিলিতভাবে এটিকে বিশ^পরিমন্ডলে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিশেষে, এ ধরণের সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পার্সন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবসরপ্রাপ্ত) মোঃ মোজাহার আলি, আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৬৮ জন প্রভাষক অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেতে পাওয়া গেল চুরি হওয়া গরু !

পঞ্চগড়ে ঋণ এবং আত্মকর্মসংস্থান বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য প্যাকেটজাত করণে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শহিদুলের বিরুদ্ধে

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিএনপির গণ মিছিল ও বিক্ষোভ

আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাঁধা দেওয়ায় মহিলা ইউপি সদস্য সহ গ্রেফতার দুই ঃ মাদকদ্রব্য উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

কাহারোলে তারুন্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ