Sunday , 20 October 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮১ জন শিক্ষার্থী প্রতিনিধির অংশগ্রহণে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী শনিবার (১৯ অক্টোবর) পর্যন্ত।
হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে এবারের সম্মেলনের ম‚ল প্রতিপাদ্য ছিল “বৈষম্য মোকাবেলা করার জন্য আইন প্রণয়ন, সামাজিক সমতা উন্নীত করা এবং যুব সম্পৃক্ততার মাধ্যমে প্রযুক্তিগত একীকরণকে এগিয়ে নেয়া”
১৭ অক্টোবর সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি (হাবিপ্রবির জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত) ছিলেন প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম.জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সেক্রেটারী জেনারেল সাদমান সাকিব, ডেপুটি সেক্রেটারী জেনারেল শাকিল আহমেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, আমরা জানি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর শান্তির বার্তা নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আমরাও শান্তি প্রতিষ্ঠার পক্ষে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল সেটি কি বাস্তবায়িত হচ্ছে? বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? পৃথিবীর বিভিন্ন দেশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ এসব বিষয় সমাধানে ব্যর্থ হচ্ছে। ইতোমধ্যে ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে প্রায় ৪৫ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে আমরা জাতিসংঘের কার্যকর কোন ভ‚মিকা দেখতে পারিনি। আমি আশা করব, ছায়া জাতিসংঘ সংস্থা এই বিষয়গুলো হাইলাইট করবে। পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়েও আলোচনা হবে। তিনি আরও বলেন, আমরা সমস্যার সমাধান করতে চাই। একটা সময় শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল। এই বিষয় গুলোও আমরা সমাধানের চেষ্টা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সেক্রেটারী জেনারেল সাদমান সাকিব বলেন, একসময় বলা হতো এই যুগের শিক্ষার্থীরা তথা তরুণ প্রজন্ম কি পারে? কিন্তু আমরা কি করতে পারি সেটি দেখিয়ে দিয়েছি। মাত্র এক মাসের আন্দোলনে ১৫ বছরের স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি। এখন আমরা শিক্ষার্থীরা এই দেশকে আবার নতুন করে গড়তে চাই। যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা এ দেশের তরুণদের আছে। আমাদের দেশে উন্নয়নের প্রধান অন্তরায় হলো বৈষম্য, এই বৈষম্য নিরসনে আমাদেরকে কাজ করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির কমিটি গঠন মঞ্জুর হাবির তুষার সভাপতি শামিম সম্পাদক নির্বাচিত

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুল ইসলাম হত্যাকান্ড খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

আটোয়ারীতে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে গড়েয়া মাঠ রক্ষা করতে যদি জীবন চলে যায় তবুও মাঠ রক্ষা করবো আমরা

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশের ১শ’টি সেতু উদ্ধোধন করেছেন যা স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে কোন সরকার করতে পারে নাই —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার