শনিবার , ২ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২, ২০২৪ ৯:১২ পূর্বাহ্ণ

“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় বীমা দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মমিনুল করিমসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মোঃ মমিনুল করিম।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস শিউলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মমিনুল করিম।
সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম বলেন, বীমা কোম্পানীগুলো দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বীমা কোম্পানীগুলোকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ ফজলুর রহিম মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও দিনাজপুর ডিভিশন ইনচার্জ কাজী মোঃ ইসরাফিল, জীবন বীমা কর্পোরেশনের জেলা ম্যানেজার মোঃ আব্দুল আউয়াল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী দিনাজপুর জেলা ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জেলা ম্যানেজার রঞ্জিত কুমার কুন্ডু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জেলা ম্যানেজার মোঃ মিনহাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে বীমা সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন। সে থেকে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সে হিসেবে এবারের দিবসটি পঞ্চম বীমা দিবস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে যুব মৈত্রীর জেলা সম্মেলন ও কমিটি গঠন

বোচাগঞ্জে লাল সবুজে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভুমিহীন পরিবার

ডেমক্রেসীওযাচের উদ্দোগে বিরামপুরে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বেসিক কোর্স’র ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

দিনাজপুরের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্র অধিকার প্রকল্পের অধিপরামর্শ সভা

বীরগঞ্জে আনসার ভিডিপি’র জমি দখল করে ঘর নির্মাণ

বোচাগঞ্জে ওসির অপসারনের দাবীতে অবস্থান কর্মসূচী

রাণীশংকৈল যে গ্রামের পিছু ছাড়ছে না ক্যান্সার

রাণীশংকৈল যে গ্রামের পিছু ছাড়ছে না ক্যান্সার

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন