কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ-কাহারোলেশাক-সবজিচাষাবাদে ঝুঁকেপড়ছে এই উপজেলার কৃষকেরা।দিনাজপুরেরকাহারোলউপজেলায়শীতের আগাম সবজিচাষের কৃষকদের ব্যস্তসময় পার করছেন।চাষিরাতাদেরজমিতেচলতিশীত মৌসুমেফুলকপি, বাধাঁকপিচাষেপরিচর্যাকরছেন, কেউবাজমিতেবাঁশেরমাথা তৈরি সহজমিতেনিড়ানী দিচ্ছেনএবং কেউ জমিতেপানিদিয়েসেচ দিচ্ছেন।উপজেলা কৃষিসম্প্রসারণঅধিদপ্তর সূত্রে জানাযায়, চলতি মৌসুমে৫শত ৫০ হেক্টরজমিতেশীতকালীন আগাম সবজিচাষেরলক্ষমাত্রানির্ধারনকরেছেন।উপজেলা কৃষিসম্প্রসারণঅধিদপ্তরের কৃষিকর্মকর্তা কৃষিবিদ মল্লিকারানী শেহানবীশজানান,এই উপজেলায়অনেক কৃষক বেশিলাভেরআশায় আগাম সবজিচাষাবাদ করতে শুরুকরেছেন। এ বছরওলক্ষমাত্রাঅনুযায়ী আগাম সবজিচাষকরছেন এ অঞ্চলের কৃষকেরা।এখন থেকে মাঠপর্যায়েসংশ্লিষ্টকৃষিবিভাগেরকর্মকর্তারাসার্বক্ষনিককৃষকদেরপাশেথেকেশাক-সবজিচাষের ক্ষেত্রেরপ্রয়োজনীয়পরামর্শ দিতে দেখাযাচ্ছে। এ মৌসুমেরশীতের আগাম সবজিবাজারে কে আগেনিতেপারবেন সেইনিয়েশুরুহয়েছেপ্রতিযোগীতা। এদিকে উপজেলারডাবোরইউনিয়নের সৈয়দপুরগ্রাম, চামদুয়ারী, রাঙ্গাচাটা ও একই উপজেলাররামচন্দ্রপুরইউনিয়নেরনয়াবাদগ্রামসহবিভিন্নগ্রামেশীতকালীনমুলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, লালশাক, পালনশাক, পুইশাক, লাফাশাক,বরবটিসহএলাকার কৃষকেরাআগাম জাতেরশাক-সবজিচাষাবাদ করছেনএবংউপজেলাররাঙ্গাচাটাহাট এলাকার কৃষকস্বাধীনচন্দ্র রায়বলেন, প্রতিবছর আগাম জাতেরফুলকপি ও বাঁধাকপিসহঅন্যান্য শাক-সবজিচাষাবাদকরেআসছি।তিনিএবারও আগাম সবজিচাষাবাদের ক্ষেত্রেকষ্টসাধ্য হলেওদ্বিগুনলাভেরআশায়জমিতেশীতকালীনশাক-সবজিচাষকরছি। সে আরওজানায়,এবছরচারার দাম বেশিহওয়ায়উৎপাদনখরচপ্রতিবিঘাজমিতে ২৫-৩০ হাজারটাকার অধিকখরচহওয়ারআশংখাকরছেন।প্রতিবিঘায়শাক-সবজিচাষেরখরচবাদ দিলেবিঘাপ্রতি ১ লক্ষটাকারউপরেলাভহয়ে থাকে।