শুক্রবার , ১৯ মার্চ ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৯, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়।
গতকাল বৃহস্প্রতিবার বিকাল সাড়ে ৪টায় হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের যাদুরানী হাট এলাকায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ। এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জোনের সহকারি মহাব্যবস্থাপক আকতার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, ২নং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম এবং এজেন্ট ব্যাংকিংয়ের সত্বাধিকার ও মেসার্স জারেকা হাসকিং মিলের প্রোপাইটার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত