চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার চেহেলগাজী বাজারে নাইট ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজারে স্থানীয় যুবকদের আয়োজনে নাইট ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ নাইট ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এসময় খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুল ওয়াহেদ শাহ, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ, চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আব্দুর রউফ, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আবু হেনা মোস্তফা কামাল শিমুল, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন।