চিরিরবন্দর প্রতিনিধি \ দিনাজপুরের চিরিরবন্দরে সেতুর নিচ থেকে শাহাদত হোসেন নামে এক দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ বিশ্বনাথপুর গ্রামের শ্মশ্বানঘাটের পাশে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শাহাদত হোসেন (৫৮) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের পাটুল গ্রামের মৃত ডা. খজিরউদ্দিনের ছেলে এবং সে আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী।
স্থানীয়রা জানান, জনৈক পথচারী সকালে চিরিরবন্দরের দক্ষিণ বিশ্বনাথপুর গ্রামের শ্মশ্বানঘাটের ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেতুর নিচে একটি বাইসাইকেলের চাকা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে রক্তাক্ত মরদেহটি দেখতে পান এবং অন্যান্য লোকজনকে ঘটনাটি জানান। এ সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলী শাহ বলেন, গত সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাড়ি বাজার হতে কাঁচাবাজার নিয়ে তিনি পাটুল গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিনি ওই স্থানে বাইসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তাঁর কোনো টাকা, মোবাইল ফোন ও মালামাল খোয়া যায়নি। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহের সুরতহাল করে হস্তান্তর করা হয়েছে।