বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যগণকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ।
বুধবার দুপুরে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিডিআর সদস্যগণ, বিডিআর পরিবারবর্গ-সন্তানেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানা হত্যাকান্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের জঘন্যতম একটি ঘটনা। ঐ ঘটনায় ৫৭জন মেধাবী সেনা কর্মকর্তা সহ ৭৪জন দেশ প্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহস্রাধিক নিরাপরাধ বিডিআর সদস্যদের জেলখানায় বন্দী এবং ১৮হাজারেরও বেশি বিডিআর সদস্যদের জেল-জরিমানাসহ অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে।
তারা বলেন, দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ বর্তমান অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে তিনটি দাবী জানিয়েছি। দাবীগুলো হলো-ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারে নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনো জেল খানায় আটক রাখা হয়েছে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করনসহ নিরপরাধ বিডিআর ভাইদেরকে অনতিবিলম্বে জেল খানা হতে মুক্তি দিন। চাকুরীচ্যুত এবং কারাদন্ড প্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পূর্ণবহাল করতে হবে। এবং জুলাই-আগস্ট ২৪সালে বৈষম্য রিরোধী আন্দোলনের বর্তমান অন্তর্বতীকালীন সরকারের নিকট আকুল আবেদন আমাদের হারানো সম্মানসহ চাকুরী ফিরিয়ে দিন,আমাদের পরিবারের প্রতি মানবিক হন,আমাদেরকে চাকুরীতে পুনবহাল করে পুনরায় দেশসেবার সুযোগ করে দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়েক সুবেদার সহকারী আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জেলা সমন্বয়ক হাসিবুল ইসলামসহ সদস্য নায়েক সহকারী মোসলেম উদ্দিন, নায়েক মোঃ কামরুজ্জামান, নায়েক সুবেদার সেকেন্দার আলী, দেলোয়ার হোসেন লাইজু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সেতাবগঞ্জ পৌর মেয়র আসলামের  শাড়ি লুঙ্গী বিতরণ

সেতাবগঞ্জ পৌর মেয়র আসলামের শাড়ি লুঙ্গী বিতরণ

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আটক – ৬ জন

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নারায়ণ চন্দের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটে ক্ষতিপুরণের দাবী