বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুরোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট প্রদর্শন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৫, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: অরক্ষিত রেলক্রসিং ও গেটম্যানের পর্যাপ্ত জনবল সংকটের কারণে অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাতœীয় ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে অনেক পরিবার। এই মৃত্যুরোধে অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’র মাধ্যমে নতুন পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলা আক্তার, আনিকা আক্তার, জীবন রায়, প্রিয়তোষ রায়, বৃষ্টি রায়, রিয়া বিশ্বাসসহ আরও অনেকে।
খানসামা উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শনের জন্য নিয়ে এসেছিল। এ প্রদর্শনীতে অরক্ষিত রেলক্রসিং ও গেটম্যানের পর্যাপ্ত জনবল সংকটের আর যেন কোনো অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা যেন আর না ঘটে তার জন্য অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’ প্রদর্শন করে নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অটোমেটিক রেলক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী রিয়া বিশ্বাস পায়েল বলেন, স¤প্রতি রেলক্রসিংয়ে অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে। এ মৃত্যু কীভাবে হ্রাস করা যায় সেই লক্ষেই এই প্রজেক্ট। এই প্রজেক্ট সরকারিভাবে বাস্তবায়িত করা হলে আশা করি, মৃত্যুর হার অনেক হ্রাস পাবে। সে আরও জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দুরত্বে সেন্সরের সহায়তায় এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান ছাড়াই বন্ধ ও খুলবে এবং সাইরেনও বাজবে। যা ইতিবাচক হবে।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান মেলা। উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ট-দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেছে। এ বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুই ছেলের মারধরে প্রাণ গেল বাবার

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

হাকিমপুরে ভুর্তুকি মূল্যে কৃষক পেল হারভেস্টার মেশিন

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

​মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে রিট খারিজ

রাণীশংকৈলে সাব রেজিষ্টারের দূনীতি – কাজি নিয়োগে মামলা

বীরগঞ্জে মরহুম মোজাহার আলী স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে লিচুতে বিরুপ প্রভাব আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা